আলমডাঙ্গায় মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর গ্রেফতার

আলমডাঙ্গা ওসমানপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী প্রাগপুরের হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে। ৩ সেপ্টেম্বর ওসমানপুর ক্যাম্প পুলিশের এসআই হাসনাইন ও এএসআই রিপন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার হারদি ইউনিয়নের প্রাগপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হাফিজুর রহমান(৪০) প্রায় ৭ বছর আগে মেহেরপুর পুলিশের হাতে গাঁজাসহ আটক হয়। ওই সময় তার বিরুদ্ধে মেহেরপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়। আটকের কয়েক মাস পর হাফিজুর জামিনে বাড়ি চলে আসে।
আদালতে বিচারাধীন হাফিজুরের বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলার সাক্ষ্য প্রমান শেষে রায় ঘোষনা হয়। মাদক মামলায় মেহেরপুরে আদালত হাফিজুরের ৬ মাসের সাজাপ্রদান করেন। ওই সাজা পরোয়ানা কয়েকদিন আগে আলমডাঙ্গা থানায় আসে। ৩ সেপ্টেম্বর আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ৪ সেপ্টেম্বর তাকে আদালতে প্রেরন করা হবে।