বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের তত্বাবধানে আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয় নারিকেল বাড়িয়া বাজারে, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করনে, জনাব গোলাম সরোয়ার সউদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা গরিব দুঃখী ও অসহায় মানুষের হৃদয়ের স্পন্দন তারুণ্যের অহংকার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সফল পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ সঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকা, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জি এম রশিদ, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লস্কর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পদক নজরুল বিশ্বাস, জেলা শ্রমিকলগের আহবায়ক আব্দুল হান্নান যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কবির সাগর যুগ্ম আহবায়ক আব্দুল মতিন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।