১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর দেবীপুরে ফাইনালে ২-১ গোলে খোকনের দল জয়ী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৯, ২০২১
138
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রাকিবুল ইসলাম কবিঃ মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেবীপুর প্রিমিয়ার লীগ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। শনিবার বিকেল ৫ টায় খেলা শুরু হয়। খেলাটি ৩৫ মিনিট করে ৭০ মিনিট খেলানো হয়।

খেলায় একদিকে অংশ গ্রহণ করে খোকন ফুটবল একাদশ অপর দিকে অংশ গ্রহণ করে মিল্টন ফুটবল একাদশ।ফাইনাল খেলায় শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মিল্টন ফুটবল একাদশ।এসময় দর্শকের উপস্থিতি ছিল বাধভাঙা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে দেবীপুর সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ।

প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোঃ সজল আহমেদ। তাকে সহযোগিতা করেন ওলিউল্লাহ ও আশিক। খেলায় সেরা খেলোয়াড়,সেরা গোলকিপার, ম্যান অফ দ্যা ম্যাচ সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,আলফাজ উদ্দিন (মেম্বার),নুর আহমেদ রিন্টু,আবু কায়সার স্বপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার ধারাভাষ্যকারে ছিলেন রাজিব আহমেদ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram