আলমডাঙ্গা পারকুলা আস্তানাপাড়ার কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

আলমডাঙ্গা কালিদাসপুর পারকুলা গ্রামের আস্তানাপাড়ার কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ আগস্ট শুক্রবার সকালে কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের ভাগ্নে জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুলাহ আল হোসাইন দ্বিপক।
এসময় তিনি বলেন, পারকুলা আস্তানা পাড়ার কবরস্থানের প্রাচীর জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। শেখ সামসুল আবেদীন খোকন জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর আলমডাঙ্গা উপজেলায় এ কয়েক বছর যত কাজ হয়েছে তার আর কোন চেয়ারম্যানের আমলে হয়নি। পরিশেষে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান জমির মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মোদাজ্জেল হোসেন খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সম্পাদক লিংকন জোয়ার্দ্দার, সাবেক ওয়ার্ড সভাপতি তোফা মন্ডল, বাবুল মোল্লা, সাবেক মেম্বার মজিবুল হক, সাজ্জাত হোসেন প্রমুখ।