এবার ঘুষ ছাড়াই বয়স্ক-বিধবা ভাতার কার্ড হবে
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৬, ২০২১
133
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঘরে বসে নিজেই অনলাইনে আবেদন করুন। বয়স্ক-বিধবা ভাতার কার্ড শতভাগ নিশ্চিত করনের কাজ চলছে। যেহেতু সরকারীভাবে সকল বৈধ আবেদনকারী ভাতাভোগী হবেন, সে সুযোগে কিছু পাতিনেতা, গ্রাম্য মোড়ল- মাতব্বর হাফ ছেড়ে বাঁচলেন।
পূর্বে গ্রহণ করা ২/ ৫ হাজার টাকা আর ফেরত দেয়া লাগলোনা। কিন্তু দুঃখজনক সত্য যে, পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে এখনো টাকা গ্রহণ বন্ধ হয়নি কারন, শতভাগ ভাতা হচ্ছে নিশ্চিত জেনেই এবার টাকা গ্রহণ সহজ হয়েছে। তবে দালালদের খপ্পর থেকে দূরে থাকতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস থেকে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে।
গ্রাম এলাকা, হাটবাজার, মসজিদ- মন্দির সর্বত্র প্রচার হয়েছে সরকারি নিয়মবিধি। তবুও থামছেনা দালালদের দৌরাত্ম।