গাংনীতে অক্সিজেন সিলিন্ডার প্রদান
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পল্লী সঞ্চয় ব্যাংক এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।
দেশব্যাপী করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক ৫০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন চিকিৎসক সাদমান সাকিব।
এসময় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আলমগীর কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম সহ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।