মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ চারজন আহত
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর শহরের জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কা লেগে শিশু ও মহিলাসহ ৪ জন আহত হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন , মেহেরপুর শহরের মল্লিকপাড়ার শহিদুল ইসলামের স্ত্রী রেবেকা খাতুন (৪০), মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের তারিফ হোসেনের স্ত্রী নাহিদা আক্তার ইভা (২৩) , ও তার ছেলে কাইয়ুম হোসেন (৩), থানাপাড়ার অটোচালক মিজান (২৫)।
জানা গেছে, মুজিবনগর থেকে মেহেরপুর শহরের আসার সময় একটি অটোরিক্সা বাসভবনের সামনে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা মারে। এসময় একই পরিবারের আহত হয় তিনজন ও অটোচালকের অবস্থা গুরুতর আহত হলে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়োগ ভর্তি করান।
বর্তমান তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি শাহ দারা খান জানান, ঘটনাটি শোনার সাথে সাথে আমাদের পুলিশের কিলো গাড়ি ঘটনাস্থলে ও মেহেরপুর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।