সরোজগঞ্জের গৃহবধু পরকীয়া প্রেমিকসহ আলমডাঙ্গায় আটক
চুয়াডাঙ্গার সরোজগঞ্জের গৃহবধু পরকীয়া প্রেমিকসহ আলমডাঙ্গায় আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। স্বামীপক্ষ থানায় কোন অভিযোগ করতে অসম্মতি জানালে পুলিশ তাদের ছেড়ে দেয়।
জানা গেছে, সরোজগঞ্জের শাহজাহানের ছেলে হোমিও ডাক্তার মিলন ১০ বছর আগে বিয়ে হয় আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামের আনারুলের মেয়ে সুমির সাথে। অথচ, বিয়ের আগে থেকেই দুর্লভপুর গ্রামের হ্যাবা সর্দ্দারের ছেলে বিপ্লবের সাথে সুমির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তাদের সম্পর্ক প্রায় ১০ বছর ধরে চলমান রয়েছে। এরই মাঝে তারা বিভিন্ন স্থানে পরিচিতদের সহযোগিতায় ডেটিং করে আসছিল।
একবার তারা বাড়ি থেকে পালিয়েছিল বলেও জানায়। স্বামীর অনাপত্তির সুযোগে সে বার সুমি খাতুন স্বামীগৃহে ফিরে যায়। তাদের বেপরোয়া পরকীয়ায় বিবাহিত বিপ্লব ও সুমি খাতুনের বাপের পরিবারে অশান্তি বিরাজ করছিল। গত সোমবার সুমি খাতুন আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ায় তার মামাতো বোনের (জনৈক ব্যাংকারের ভাড়া বাড়ি) বেড়াতে যায়। সেখানে প্রেমিক প্রবর বিপ্লবকে সুমি খাতুন ডেকে নেয়।
এ বিষয়টি জানাজানি হলে সুমির কলেজপড়ুয়া ভাই ও বাপ ঘটনাস্থলে ছুটে যায়। সুমির ভাই তার বহু বন্ধুবান্ধবকে ডেকে নেয় ঘটনাস্থলে। এক পর্যায়ে বিপ্লব দুই তলা থেকে পালিয়ে গেলে তাকে তাড়িয়ে ধরে উত্তম-মধ্যম দেওয়া হয়। বিষয়টি থানা পুলিশ জেনে গেলে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সংবাদ পেয়ে সুমির স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি থানায় যান। তারা এ ঘটনায় কোন অভিযোগ জানাতে অস্বীকৃতি জানালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।