আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামের আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে। দুইদিন ধরে কালিদাসপুর থেকে বলরামপুর যাওয়ার রাস্তার পাশের ৫ মেহগণি গাছ কেটে বিক্রয় করে দিয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা কালিদাসপুর থেকে বলরামপুর যাওয়ার (এলজিইডি)“র রাস্তায় মাঠের মধ্যে বেশ বড় বড় কয়েকটি মেহগনি গাছ বেড়ে উঠেছে। কালিদাসপুর উত্তরপাড়ার মৃত কাতাহার আলীর ছেলে আব্দুল কুদ্দুস নিজের জমির সামনে দাবী করে ৫টি মেহগনি গাছ বিক্রয় করে দেয়। ওই গাচগুলো আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন স’মিলের কাঠ ব্যবসায়ী জিন্নাহ গাছ ৫টি ২৫ হাজার ক্রয়ে করে কেটেছে।
এলাকাবাসি জানান দীর্ঘ বছর ধরে গাছগুলো মাঠের কৃষক ও পথচারীদের ছায়া দিয়ে আসছিল। কিন্তু গত শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকার সুযোগে কুদ্দুস গাছগুলো অনায়াসে কেটে নেয়। রাস্তার জমি মেপে গাছ গুলো কাটলে আইন সিদ্ধ হত বলে এলাকাবাসি মনে করেন।
অভিযুক্ত আব্দুল কুদ্দুস জানান, আমি গাছ লাগিয়েছি আমি কেটে নিয়েছি। এটা রাস্তার জমি না।