২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ছাগল মালিককে মারধর

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৩, ২০২১
148
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার কেশবপুর গ্রামে বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ছাগল মালিককে শাবল দিয়ে মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী সেন্টুর বিরুদ্ধে। ২২ আগস্ট দুপুরে শাকিলের একটি ছাগল প্রতিবেশী সেন্টুর বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মেরে রক্তাক্ত জখম করে।


জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের লাল্টু রহমানের ছেলে শাকিলের বাড়িতে কয়েকদিন আগে প্রতিবেশী সামছার আলীর ছেলে সেন্টু ওরফে কালুর ছাগল এসে ধান খায়। একথা শাকিল প্রতিবেশী সেন্টুর মেয়েকে বলে তোদের ছাগল এসে আমার ধান খেয়েছে। সে জবাবে বরে এটা আমাদের ছাগল না। এই কথা শুনে শাকিল ছাগল লক্ষ্য করে একটি ছোট বাঁেশর লাঠি ছুরে মারলে ছাগলের গায়ে লাগে।

পর দিন শাকিলের ছাগল প্রতিবেশী সেন্টুর বাড়িতে গেলে সে ছাগলের মালিককে গালাগালি শুরু করে। শাকিল প্রতিবেশী সেন্টুকে গালাগালি দিতে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেন্টু বাড়ি থেকে লোহার শাবল নিয়ে এসে শাকিলের মুখের ডান চোয়ালে ঢুকিয়ে দেয়।

এসময় রক্তাক্ত জখম হয়ে শাকিল মাটিতে পড়ে যায়। পরে শাকিলের পরিবারের লোকজনসহ অন্যান্য প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাকিলের মুখের ডান চোয়ালে উপরে ও ভিতরে প্রায় ১০/১২টা সেলাই দেওয়া হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram