আলমডাঙ্গায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকরণে মতবিনিময় সভা
আলমডাঙ্গায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকরণে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঈমাম, কাজী, পুরোহিত ফাদার, ঘটক, স্থানীয় প্রতিনিধি এবং ডিপিও লিডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সোমবার মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতা আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম.এম সেলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নান, ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, মাসুদ পারভেজ, আব্দুল হালিম, আব্দুস সালাম, ইউপি সচিব সোহরাব উদ্দিন, চির কুমার সাহা, মুসাব আলী , হেলালুজ্জামান সাংবাদিক শরিফুল ইসলাম রোকন।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী উপস্থাপনায় উপস্থিত ছিলেন, আত্তাব উদ্দিন, খলিলুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, ইমাম ও কাজী ওমর ফারুকসহ চার ইউনিয়নের ইমাম, ঘটক ও ডিপিও লিডার প্রমুখ।