১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী লাল্টু গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৩, ২০২১
110
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আলমডাঙ্গায় অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত বুপ্রেনরফাইন ইনজেকশনসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী লাল্টুকে গ্রেফতার করেছে। ২৩ আগস্ট সোমবার বিকালে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর ঈদগাপাড়ার রুহুল আমিনের ছেলে লাল্টু (৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে বিভিন্ন এলাকার মেডিসিনের দোকান থেকে বুপ্রেনরফাইন ইনজেকশন কিনে নিয়ে এসে পাইকারী ও খুচরা বিক্রয় করে। ২৩ আগস্ট বিকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে গোবিন্দপুর ঈদগাপাড়া থেকে তাকে আটক করে।

আটকের পর তাকে তল্লাশি করে তার নিকট থেকে মাদক দ্রব্য ১০০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এছাড়ার লাল্টুর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram