ঝিনাইদহের তালিকাভুক্ত সন্ত্রাসী লাল্টু জীবননগরের আন্দুলবাড়িয়া থেকে গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২২, ২০২১
136
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের তালিকাভুক্ত সন্ত্রাসী লাল্টু জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া থেকে গ্রেফতার হয়েছে। সে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের আদিল উদ্দীনের ছেলে। ডাকবাংলা পুলিশ ফাড়ির সদস্য বিল্লাল হোসেন গোপন সুত্রে খবর পেয়ে গত শুক্রবার তাকে গ্রেফতার করে।
লাল্টু আন্দুলবাড়িয়া গ্রামে তার এক আত্মীয় বাড়ি আত্মগোপনে ছিল। সে এক সময় পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির সাথে জড়িত ছিল। এর আগে সাধুহাটীর হাজের মোড় থেকে র্যাবের হাতে বোমা ও অস্ত্রসহ গ্রেফতার হয় রণি নামে এক সন্ত্রাসী। রণির স্বীকারোক্তি মোতাবেক লাল্টুকে পুলিশ এই মামলার আসামী করে।
অভিযোগ রয়েছে, তারা সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনকে জীবনহানীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।