আলমডাঙ্গা কেদারনগর ভক্তগুরু আশ্রমের উদ্দ্যোগে পবিত্র আশুরা পালিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২১, ২০২১
161
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গায় ঐতিহাসিক ১০ মহররম কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (আঃ)“র শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট শুক্রবার বাদ আসর হযরত খাজা হাসিবুল হক চিশতী ও কেদারনগর ভক্তগুরু আশ্রমের সদস্য বৃন্দের আয়োজনে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হযরত খাজা হাসিবুল হক চিশতীর নেতৃত্বে কেদারনগর ভক্তগুরু আশ্রমের সকল সদস্যদের নিয়ে কালো পতাকা হাতে ও বুকে কালো ব্যাজ ধারণ করে কেদারনগর গ্রামে শোক র্যালি অনুষ্ঠিত হয়। পরে আশ্রমে চত্তরে প্রজেক্টরের মাধ্যমে কারবারার ঘটনার ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আইয়ুব আলী চিশতী, রকিবুল চিশতী, রনি চিশতী, আরমান চিশতী, রাসেল চিশতী, মহির চিশতী, বাবুল বিশ্বাস চিশতী, আক্তার চিশতী, আলমগীর হোসেন চিশতী প্রমুখ।