ফরিদপুরে শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্টে লাল দল বিজয়ী
আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্টে সবুজ দলকে হারিয়ে লাল দল এক শূন্য গোলে জয়লাভ করেছে। শুক্রবার বিকেলে ফরিদপুর স্কুল মাঠে শিশু-কিশোরদের ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়। সমাজসেবক রিকাত আলী মন্ডলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার ক্রীড়া সংগঠক উপজেলা ছাত্রলীগের সাংগনিক সম্পাদক এস এম গোলাম সরোয়ার শামিম।
এ সময় তিনি বলেন, খেলা শুধু শিশুদের শারীরিক সামর্থ বৃদ্ধি করে না, ভবিষ্যতে জীবন যুদ্ধে বিজয়ী হতে শেখায়। সামান্য বাঁধায় ভেঙ্গে না পড়ে বাঁধাকে ডিঙ্গিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে শেখায়। সফল নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সৃষ্টি করে। অনুষ্ঠানে বিশ্বের অতিথি ছিলেন, স্কুলপাড়া জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম সাবু, বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী, ইজ্জত পোল্টি ফিডের মালিক ফারুক হোসেন, রাজু আহম্মেদ( ইমাম), তাইজেল মালিতা,ওয়াড আওয়ামীলীগের সভাপতি রমজান ডাক্তার, ঠান্টু মেম্বার, নাসিমা আক্তার মেম্বর, স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান মাহমুদ, ফকির রফি উদ্দিন, যুবলীগ নেতা বাবু মিয়া, মোহাম্মদ আলী জিন্না, আব্দুল জব্বার মাস্টার, পলান মন্ডল, আসকার আলী, জাহাঙ্গীর আলম বাদল, গাড্ডু,বিহাল,তারিক হুজুর,জহুরুল,ফরিদ,খলিল সহ আরো অনেকে।