ঝিনাইদহের সাধুহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী বৃদ্ধ’র মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৯, ২০২১
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে শরিফুল ইসলাম শেখ (৬৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাধুহাটি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠের টিউবয়েল থেকে পানি আনতে গেলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
নিহত শরিফুল ইসলাম সাধুহাটি ইউনিয়নের মাগুরা পাড়া গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন জানান, সাধুহাটি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এখনও চালু হয়নি। আর করোনার কারণে এমনিতেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। শরিফুল চাচা পানি আনতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মারা গেছেন। এদিকে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যুর খবরে গ্রাম জুড়ে নেমে এসছে শোকের ছায়া।