আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু মুসার মা আর নেই
আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আবু মুসার মায়ের জানাযায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার -১ আসনের সংসদ সদস্যসহ জেলা নেতৃবৃন্দ।
জানা যায়, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী এরশাদপুরের বাসিন্দা আবু মুসার মা জাহেদা বেগম (৮৫) মঙ্গলবার রাত ৯টার দিকে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ওই রাতে কেমো থেরাপি দিতে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৮ আগস্ট বুধবার জানাযা শেষে এরশাদপুর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। বেলা ১১টার দিকে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ জামান লিটু বিশ^াস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, কাউন্সিলর আব্দুল গাফফার, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, আওয়ামীলীগ নেতা রেজাউল হক তবা, সিরাজুল ইসলাম, ডা. সুজন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, অর্থ সম্পাদক আলম হোসেন প্রমুখ।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন বড় সন্তান আবু মুসা।