আলমডাঙ্গায় ২ কেজি ৫৮৫ গ্রাম স্বর্ণের গহণাসহ তিন চোরাকারবারী আটক
আলমডাঙ্গায় ২ কেজে ৫৮৫ গ্রাম স্বর্ণের গহণাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বুধবার বিকালে আলমডাঙ্গা বন্ডবিল গেট এলাকায় পুলিশ এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন, চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকারের ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার দর্শনার শ্যামপুরের নূর ইসলামের ছেলে বাপ্পি (৩০), চুয়াডাঙ্গা বনানীপাড়ার লিপন ওরফে রিপনের ছেলে সম্রাট (২১) ও মাদারিপুর সদর থানার জামালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫)।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে প্রাইভেটকার যোগে তিন স্বর্ণ চোরাকারবারী স্বর্ণের গহনা নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বন্ডবিল গেট এলাকায় পৌছায়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ বন্ডবিল গেট এলাকায় অবস্থান করছিল। পুলিশ প্রাইভেটকারটি দাড়ানোর জন্য সিগন্যাল দিলে ঘটনাস্থলে দাড়ায়। প্রাইভেটকার তল্লাশী করে সিটের ভেতর থেকে পলিথিন ও তুলায় মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট থেকে আড়াই কেজি ওজনের স্বর্ণের গহনা উদ্ধার করে।
এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
আলমডাঙ্গা থানার ওসি আলমগির কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ বন্ডবিল গেট এলাকা থেকে একটি প্রাইভেটকারের ভেতর থেকে স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। তিন জনকে আটক করা হয়েছে।