আলমডাঙ্গায় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তার আর কোন সরকারের আমলে হয়নি। তিনি আরও বলেন, মহামারি করোনা থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। সকলকে করোনা টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান মল্লিক, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, মহিলা বিষয়ক সম্পাদক ডালিম রানী, ইউনিয়ন সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, পৌর ওয়ার্ড সভাপতি রেজাউল হক তবা, সম্পাদক ও কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা যুবলীগের আহব্বায়ক আহসান উল্লাহ, মৎস্য জীবিলীগের জেলা আহব্বায়ক শাহাবুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা শাহিন, কলেজছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সম্পাদক নাহিদ হাসান তমাল, অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, টিটন প্রমুখ।