২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে দু-মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৭, ২০২১
204
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দু-মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৭ আগস্ট মঙ্গলবার সকালে আলমডাঙ্গা মিয়াপাড়া থেকে মাদক ব্যবসায়ী মিন্টুকে ও পরে দুপুরে আসাননগর পুরাতন ব্রিজের নিকট থেকে জগন্নাথপুর গ্রামের শাফায়েত আলীকে গ্রেফতার করে নিয়ে আসে।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের চেতন আলীর ছেলে শাফায়েত আলী (৪৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে বিভিন্ন মেডিসিনের দোকান থেকে বুপ্রেনরফাইন ইনজেকশন কিনে নিয়ে গিয়ে পাইকারী ও খুচরা বিক্রয় করে। ১৭ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে আসাননগর পুরাতন ব্রিজের নিকট তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে তার নিকট থেকে মাদক দ্রব্য ৩০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে।

এর আগে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার হায়দার আলীর ছেলে গোলাম মোস্তফা মিন্টু(৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ইতোপূর্বে বেশ কয়েকবার মাদকসহ র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জামিনে বাড়ি এসে সে আবারও মত মাদক ব্যবসা শুরু করে বলে জানা যায়। বেলা সাড়ে ১০টার দিকে মিন্টু নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর তার নিজ ঘরে তল্লাশি করে মাদক দ্রব্য ১৫ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। পরে তাদের দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করেছেন চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram