আলমডাঙ্গা উপজেলা শাখা কর্মী গ্রুপের উদ্দোগে পবিত্র মিশন সভা অনুষ্ঠিত

১০ মহররম পবিত্র আশুরা মোবারক উপলক্ষে বৃহত্তর আলমডাঙ্গা উপজেলা শাখা কর্মী গ্রুপের উদ্দোগে পবিত্র মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বেলা ৩ টার সময় কালিদাসপুর বিশ^ জাকের মঞ্জিল দরবার শরিফ কর্মী গ্রুপের বৃহত্তর আলমডাঙ্গা উপজেলা শাখা কর্মী গ্রুপের উদ্দোগে পবিত্র মিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কর্মি গ্রুপে সহকারী কর্মি মুক্তিযোদ্ধা নওয়াব আলী নহরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মি গ্রুপে ২য় সহকারী কর্মি প্রধান বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মি গ্রুপে সহকারী কর্মি প্রধান নেয়ামত আলী, ডা. আইজদ্দিন, পৌর সভাপতি এসকে আব্দুল আজিজ।
উপজেলা কর্মি গ্রুপে সহকারী কর্মি প্রধান নুরুল ইসলাম নুরুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কর্মি প্রধান আব্দুল মান্নান চৌধুরী, রবিউল ইসলাম মোল্লা, কাবিল উদ্দিন, নজির উদ্দিন, জসিম উদ্দিন, তারিখ রহমান, সামসুল হক, নাসির উদ্দিন, মানিক, সিরাজুল, হামিদুল ইসলাম, বিশ্ব জাকের মঞ্জিল কর্মি ডা. মহর আলী, একরামুল হক, জবিন, লালু, রবিউল ইসলাম, মাহাতাব আলী, রিয়াজ উদ্দিন, আশরাফ আলী, বকুল, ইসলাম, মহাবুল মেম্বার, ইসলাম, সামসুল, ডা. কামাল হোসেন প্রমুখ।