সাংবাদিক ডালিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি । চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ডালিমের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কাশারি বাজার এলাকায় প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন পলেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিক সপন, সাংবাদিক মিজানুর রহমান, মিজানুর রহমান জনি, এসআই বাবুসহ সাংবাদিক বৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক হামিদুল ইসলাম, সোহাগ মন্ডল, রাশেদ খানসহ সাংবাদিকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ডালিমের উপর অতর্কিত সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।