বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে মেহেরপুর আওয়ামীলীগের পুষ্পমাল্য অর্পণ

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের পূষ্প মাল্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে ম্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, এড মিয়াজান আলী, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, দপ্তর সম্পাদক কিব্রিয়া হোসেন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, সদস্য শামীম আরা হিরা, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব হোসেন শান্তি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় । সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, রক্ত দান কর্মসূচি, এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত , কাঙ্গালী ভোজের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।