৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৬, ২০২১
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গাংনী প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা চেয়ারম্যান এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুম,পৌর মেয়র আহমেদ আলি ও গাংনী থানার ওসি বজলুর রহমান জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন ও গাংনী উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দলীয় নেতাকর্মীদের নিয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডের পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল শেষে পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,সাবেক এমপি মকবুল হোসেন, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপুর উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।এছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনা সভা ,মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram