হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয় শোক দিবস পালন

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা ও ১৫ই আগস্টের শাহাদৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ মীর মেজবাহুর দ্বারাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম মাস্টার, সোয়েব উদ্দিন, আব্দুল মান্নান, নাসিরুদ্দিন, বাশির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা ,আওয়ামী লীগ নেতা কালু মন্ডল, সাহিবুল ইসলাম সন্টু , ম্যানেজিং কমিটির সদস্য মজনু হক টাইগার ,নজরুল ইসলাম , তাজেল আলী ,ডাবলু ।
শরিফুজ্জামান লাকির উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কোরবান আলী, আলমগীর কবির, আব্দুর রহমান, শামীমা, গুলশান আরা ,ও শাহীন প্রমুখ। এদিকে যথাযোগ্য মর্যাদায় হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ ও ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালন করেন।