১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবসের ব্যানারে ধর্ষন মামলার আসামী যুবলীগ সদস্যর ছবি ভাইরাল!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৩, ২০২১
190
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মাদকাসক্ত কথিত টিকটক মডেল আশিকুর রহমান রোমেল। যুবলীগের কোন পদে নেই। দলের সঙ্গে নেই কোন ঘনিষ্ঠতা বা নুন্যতম সম্পর্ক। একাধিকবার নারীসহ পুলিশের হাতে ধরা পড়েছে। ঝিনাইদহ শহরে উঠতি বয়সী তরুনীদের নিয়ে দেহব্যবসাসহ নিজেও নারী কেলেংকারী মামলার আসামী। সেই ধর্ষক রোমেল ১৫ আগষ্টের বিলবোর্ড তৈরী করে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে টাঙিয়েছে। বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাদের ছবি ব্যবহার করেছেন।

রোমেল নিজের পদবী লিখেছে জেলা যুবলীগের সদস্য। অথচ ছবি ব্যবহারকারীরা রোমেলকে চেনেন না। এ ঘটনা নিয়ে ঝিনাইদহ যুবলীগে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল জানান, রোমেল একজন মোবাইল চোর। আমি নিজে তাকে মোবাইল চুরির দায়ে ধরেছি। সে আমাদের সংগঠনের দুরতম কোন নেতা, কর্মী বা সমর্থক নই।

ঝিনাইদহ জেলা যুবলীগের আরেক যুগ্ম আহবাহক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল জানান, আশিকুর রহমান রোমেল যুবলীগের কোন ইউনিটের প্রাথমিক সদস্যও নয়। সে কিভাবে এই ব্যানার-বিলবোর্ড লাগালো আমরা জানিনা। জেলা যুবলীগের অনেকেই মনে করেন মাদক ও নারী ব্যবসা বাধাহীন ভাবে করার জন্যই রোমেল যুবলীগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, আশিকুর রহমান রোমেল শহরের মহিলা কলেজ পাড়ার তৌফিকুর রহমান টুটুলের ছেলে।

তার বিরুদ্ধে আগে মাদক ও নারী ঘটিত মামলা চলমান। বৃহস্পতিবার রোমেলের বিরুদ্ধে নতুন করে আরো একটি ধর্ষন মামলা দায়ের হয়েছে। এক নারী টিকটকারকে ইয়াবা সেবন করিয়ে সারা রাত ধর্ষন করে রোমেল ও তার সঙ্গী বিডিআর মিলন। ধর্ষনের ভিডিও ধারণ করে ওই যুবতীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে এজাহারের উদ্বৃতি দিয়ে ওসি (তদন্ত) এমদাদুল হক জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram