১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভায় এমপি ছেলুন

আলমডাঙ্গায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১২ আগস্ট বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে। প্রতিটি গ্রাম ও মহল্লার মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে হবে। সবাই যেন বুঝতে পারে আজ জাতির জন্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী। বাদ আছর মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করার জন্য বলেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের আবু, আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, বিল্লাল গণি, আশিকুজ্জামান অল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, বাবলু, আব্দুর রাজ্জাক, সাজিবার রহমান, রকিবুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল বাতেন, দিদার আলী, রাহাব উদ্দিন, হায়েত আলী, মকবুল হোসেন, তোফাজ্জেল হোসেন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জাহাঙ্গীর হোসেন, আক্তারুজ্জামান প্রমুখ।