আলমডাঙ্গায় বাউল, কিন্ডার গার্টেনের শিক্ষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মাঝে ত্রাণ বিতরণ

আলমডাঙ্গায় বাউল, কিন্ডার গার্টেনের শিক্ষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ৩৩৩ কল দিয়ে আবেদন করা অসহায় দুঃস্থদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। ১২ আগস্ট উপজেলা পরিষদ চত্তরে ৩৫ জন বাউল, ৪৬জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ১২ জন কিন্ডার গার্টেনের শিক্ষক ও ৩৩৩ কল দিয়ে আবেদন করা ৪৭জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রান সহায়তা বিতরণ করেন। প্রধান মন্ত্রীর উপহার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
এসময় তিনি বলেন, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাফেরা করবেন। মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার যার জমি আছে তাকে ঘর করে দিয়েছে, যার জমি নেই তাকে জমি দিয়েছে ও ঘর করে দিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতি ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ নানা রকম ভাতার ব্যবস্থা করেছে।
সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এছাড়ার উতোপূর্বে কয়েক শতাধিক অসহায় দুঃস্থ মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার ত্রান সহায়তা তুলে দিয়েছেন । প্রত্যেক অসহায় মানুষকে চাউল ১০ কেজি, তেল ২ লিটার, আলু ৩ কেজি, লবন ১ কেজি, সাবান ৩টি, ডাল ২, পিয়াস ২ কেজি ।