জমির আইল কাটা নিয়ে বিতন্ডায় পারদুর্গাপুরের এক কৃষককে পিটিয়েছে প্রতিপক্ষরা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১২, ২০২১
92
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জমির আইল কাটা নিয়ে বিতন্ডায় আলমডাঙ্গার পার দুর্গাপুরের এক কৃষককে বেদম পিটিয়েছে প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারদূর্গাপুরের তাহাজ্জেত আলীর ছেলে আশরাফুল আলম মাঠে কাজ করছিলেন। সে সময় একই গ্রামের মৃত রহম বক্সের ছেলে শাহাবুদ্দিন, রমজান আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও আব্দুল জলিল মোলার ছেলে মনোহারের সাথে তার জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা আশরাফুলকে মারধর করে কাঁদার ভেতরটা মাথা ঢুকিয়ে চেপে ধরে। এ ঘটনার পর বাড়ি ফেরার পথে আবার তাকে লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রাতে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল।