সিংড়ায় অবৈধ সুতি জাল ও বানার বেড়া উচ্ছেদ
সিংড়ায় অবৈধ সুতি জাল ও বানার বেড়া উচ্ছেদ
সিংড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ টা হতে সিংড়া উপজেলার চলনবিল সহ ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাদাই ব্রিজ হতে রানীর হাট পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে ৫টি সুতি জাল ও কিছু বানার বেড়া উচ্ছেদ করা হয়েছে। সহকারি কমিশনার ভূমি, মো: রকিবুল হাসান ও সিনিয়র মৎস অফিসার, মোঃ শাহাদৎ হোসেন সহ পুলিশের ৫ সদস্য সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। চলনবিল ও ভদ্রা নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান চালানো হয়।
সিংড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা চলনবিল ও ভদ্রা নদীতে অবৈধ সুতি জাল ও বানার বেড়া দিয়ে মাছসহ নানা ধরনের জলজ প্রাণী শিকার করে আসছেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর দাবি ওঠে। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সিংড়া উপজেলা প্রসাশন আজ সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সিংড়া উপজেলার চলনবিল ও ভদ্রা নদীতে বিশেষ অভিযান চালায়। সহকারি কমিশনার ভূমি, রকিবুল হাসানের তত্ত্বাবধানে সিনিয়র মৎস অফিসার, মোঃ শাহাদৎ হোসেন ও পুলিশের ৫ জন সদস্যসহ ২০ জন শ্রমিক অভিযানে অংশ নেন।