মেহেরপুরে হেরোইন সহ দুই যুবককে আটক করেছে পুলিশ
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর থানার মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ দুইজন আসামী গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদকমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে শহরের হালদার পাড়ায় অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন সহ দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলো- পৌর এলাকার হালদার পাড়ার রায়হান হোসেন (২৮), পিতা হামিদুল ইসলাম ২। সোহাগ (৩০) পিতা-মৃত শাহাদৎ হোসেন।
সদর থানার ওসি শাহ্ দারা খান পিপিএম জানান, জেলা পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে মেহেরপুর পুলিশ।
এরই ধারাবাহিকতায় এএসআই (নিঃ) শাকিল খান বিশেষ অভিযান পরিচালনা করে শহরের হালদারপাড়া ওয়ার্ড গোপাল হালদারের বাড়ীর পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রায়হান ও সোহাগকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীদ্বয়কে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে চালান মোতাবেক প্রেরণ করা হয়েছে।