আলমডাঙ্গায় বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে জরিমানা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গা শহরের ৩টি মামলায় ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। ৭ আগস্ট মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানাগেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন। শহরের পুরাতন বাসস্টান্ড, নতুন বাস স্টান্ড, চারতলার মোড়, লালব্রিজ ও ষ্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকারে আনন্দধাম হাইসপুর ব্রিজ মোড়ে হাউসপুর গ্রামের আকবর আলীর ছেলে আবদার আলীকে ৫শ টাকা, ছত্রপাড়ার গ্রামের দবির উদ্দিনের ছেলে আব্দুল লতিফকে ৫শ টাকা ও ইবি থানার কন্দরপোদিয়া গ্রামের জহর আলীর ছেলে লিটন আলীকে ৫শ টাকা জরিমানা করেন।