আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে।
৫ আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্তরে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জন্মদিন পালন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার ভ’মি হুমায়ন কবীর, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামর”ন্নাহার আখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়।