মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ: শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা

আলমডাঙ্গায় পূর্বের মতো আবারও মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত ১শ ৫ জন অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। আজ ১ আগষ্ট মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের আলমডাঙ্গাস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দরিদ্র ব্যক্তিদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী ব্যবসায়ী আজিম উদ্দীনের ঐকান্তিক ইচ্ছায় এই খাদ্য সেবা সম্পন্ন করা হয়। এ সেবা কার্যক্রমে আর্থিকভাবে সহযোগীতা করেন আমেরিকা প্রবাসী আজিজুল হক বাবলু, আজিম উদ্দীন, ডাক্তার মহসীনুজ্জামান চাঁদ, শহিদ হাসান, এসকে মিকা, মনিসুর রহমান প্রমুখ।
যাদের অক্লান্ত পরিশ্রম এবং উপস্হিতিতে এই খাদ্য সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তারা হলেন- মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহসীনুজ্জামান চাঁদ, সাংগঠনিক সম্পাদক এস কে ওয়াহেদ, সহ সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম , উপদেষ্টা বুলবুল হায়দার , সিনিয়র সদস্য বিজেস রামেকা প্রমুখ।