সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১, ২০২১
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ নুরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার ভোররাতে যাদরপুর সীমান্তের বড়বাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার হাটযাদবপুর গ্রামের বড়বাড়ী গ্রামের মৃত আয়তাল হকের ছেলে। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে ফেন্সিডিল আনার খবরে সীমান্তের যাদবপুর এলাকায় অভিযান চালানো হয়।
এসময় সন্দেহ হলে মাদক চোরাকারবারী নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে থাকায় সোপর্দ করা হয়েছে।