সাংবাদিক মজনুর রহমান আকাশের মায়ের ইন্তেকাল
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৯, ২০২১
91
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
গাংনী প্রতিনিধি : দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাংবাদিক ও গাংনী প্রেসক্লাবের সহ সভাপতি মজনুর রহমান আকাশের মা মালেকা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)। সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন ।
মালেকা বেগমের মৃত্যুতে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ মেহেরপুর জেলার গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ১৭ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়। সেখানে অক্সিজেন সার্পোটসহ নানা রকম চিকিৎসা চলছিল। এদিকে মরহুমের মরদেহ গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। সোমবার আছর নামাজের পর মরহুমার জানাযা ও দাফন সম্পন্ন হয়।