ঝিনাইদহে করোনা ও উপসর্গে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৮৭!
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৯, ২০২১
108
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে বেড়েছে করোনায় সুস্থতার সংখ্যা। একই সাথে কমছে মৃত্যু ও আক্রান্তের হার। গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে ৮৭ জন।
আক্রান্তের হার ২৭.২৮ ভাগ। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ১১৭ রোগী ভর্তি রয়েছে। চিকিৎসাধীন রোগীদের শারিরীক অবস্থা ভালো।
এছাড়াও গত ২ দিন সুস্থতা সংখ্যা বেড়েছে। কয়েকদিন আগেও যেখানে হাসপাতালের বারান্দায় রোগী চিকিৎসা নিয়ে সেখানে বর্তমানে ওয়ার্ডের অনেক বেড খালী রয়েছে।