ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৭, ২০২১
97
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন শেখ ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে। শুক্রবার সকালে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন,সদর উপজেলা সংসদের কমান্ডার সিদ্দিক আহমেদ, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তিতু,আব্দুল গফুর, সমাজসেবক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।