২৪ ঘন্টায় আলমডাঙ্গায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আলমডাঙ্গা উপজেলায় আরও ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, পারকুলা গ্রামের মৃত মানিক জোয়ার্দ্দারের ছেলে ফিকির চাঁদ জোয়ার্দ্দার (৬০) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। তিনি সম্প্রতি সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসার জন্য আলমডাঙ্গা শহরে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
একই দিন সকালে কালিদাসপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবলুর রহমান (৫৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি প্রায় ১২/১৩ দিন আগে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন।
গোবিন্দপুর মাঠপাড়ার ঘরজামাই আব্দুস সাত্তার (৬০) গত বুধবার দিনগত গভীর রাতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনিও সম্প্রতি সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন।
একই রাতে উপজেলার অনুপনগরের ইদবার আলীর স্ত্রী আনারী খাতুন (৬৭) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার তিনি করোনা পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতে স্যাম্পল দিয়ে বাড়ি যান। ওই রাতেই তিনি মারা গেছেন।