আলমডাঙ্গায় বাস, মাইক্রো ড্রাইভার ও হেলপারদের মাঝে মানবিক সহায়তা প্রদান
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৫, ২০২১
130
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় বাস, মাইক্রো ড্রাইভার ও হেলপারদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ জুলাই আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্তরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় জেলা প্রশাসকের নির্দেশনায় ১৭০ জনকে মানবিক সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপতি আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ সাহাবুল হক, শহিদুল ইসলাম ইপি প্রমুখ।