আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাত
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর সৌজন্য সাক্ষাত করেছেন। ১৫ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় রনি আলম নূর বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ বা আয়না। আয়নাতে যেমন সব কিছু দেখা যায়, তেমনি আপনাদের লেখার মাধ্যমে আয়নার মত সমাজের চিত্রগুলো উঠে আসে। এসময় মাদক, বাল্যবিয়ে, নদী দখলসহ নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এসব বিষয় সমাধানের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, কেএ মান্নান, অনিক সাইফুল, সোহেল হুদা, ইখলাছ উদ্দিন, শেখ শফিউজ্জামান, আনোয়ার হোসেন, জামসিদুল হক মুনি, ইউনুস আলী, রুনু খন্দকার, তানভীর সোহেল, মৌলভী আবুল কাশেম, নাসির উদ্দিন, মুক্তার আলী, প্রভাষক আমিরুল ইসলাম জয় প্রমুখ।