ঝিনাইদহে যুবলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি-রেজিস্ট্রেশন শুরু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মহামারী করোনা ভাইরাস রোধে আবারো সারাদেশের ন্যায় ঝিনাইদহে শুরু হয়েছে গণটিকাদান। টিকাগ্রহণকারী সর্বস্তুরের মানুষকে উদ্বুর্দ্ধ করতে ও তাদের হয়রানি কমাতে ঝিনাইদহে টিকার ফ্রি-রেজিস্ট্রেশন শুরু করেছে যুবলীগ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অপরদিকে ঝিনাইদহ জেলা যুবলীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহব্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহব্বায়ক শফিকুল ইসলাম শিমুল, রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের আহব্বায়ক শাহ মো: ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যারা। এসময় আয়োজকরা জানান, জেলা শহরের ১০ টি স্থানে টিকা গ্রহণকারীদের ফ্রি-রেজিস্ট্রেশন করা হচ্ছে। আগামী ১ সপ্তাহ চলবে এই কর্মসূচী।