আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের। বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
৯ জুন সন্ধ্যায় গার্ড অব অনার শেষে রাত সাড়ে ৯ টায় গোবিন্দপুর জান্নাতুল নাঈম কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীরের নেতৃত্বে এ গার্ড অব অনার পরিচালিত হয়। এসময় আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক এমএম সেলিম উপস্থিত ছিলেন।
গোবিন্দপুর গ্রামের মৃত আত্তাব বিশ্বাসের জামাই আব্দুল জলিল জীবনবাজী রেখে ১৯৭১ সালে দেশ মাতৃকার স্বাধিকার প্রতিষ্ঠার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৮ সন্তান, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।