আলমডাঙ্গায় সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৬ জনকে জরিমানা
![](https://samprotikee.com/wp-content/uploads/2021/07/mobail-cot-3.jpg)
আলমডাঙ্গায় সরকারি বিধি নিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ার অপরাধে ৬ জনকে জরিমানা করেছে। ৮ জুলাই আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি) হুমায়ন কবীর আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত এমএম সেলিম ও সেনাবাহিনীর একটি টিম সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের স্বাধীনতা স্তম্ভ মোড়, নতুন বাস স্টান্ড, রেল ষ্টেশন, লাল ব্রিজ, সাদাব্রিজ, কালিদাসপুর, আনন্দধাম ব্রিজসহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।
সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে বাইরে আসার কারণে উপজেলার মুন্সিগঞ্জের আবু ইসরাইলের ছেলে আব্দুস সাত্তারকে ৩শ টাকা, মিরপুর উপজেরার হালসা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সিরাজুল ইসলামকে ৫শ টাকা, আব্দুস সাত্তারের ছেলে হেলাল উদ্দিনকে ৫শ টাকা গোবিন্দপুর গ্রামের সারজেত আলীর ছেলে সাবদার আলীকে ৩শ টাকা, সিরাজুল ইসলামের ছেলে জিসানকে ৬শ টাকা, মাদ্রাসাপাড়ার আব্দুল ওয়াহেদের ছেলে পারভেজকে ৬শ টাকা, জরিমানা করেন।