৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ১ বছরের সাজা পরোয়ানাসহ ৫টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আফতাব গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২, ২০২০
182
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজা পরোয়ানাসহ ৫টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী বাদেমাজুর আফতাবকে গ্রেফতার করেছে। ১ আগস্ট শনিবার রাতে আলমডাঙ্গা রাধিকাগঞ্জ বাবুপাড়া থেকে গ্রেফতার করে নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার বাদেমাজু গ্রামের টাওয়ার পাড়ার মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে আফতাব হোসেন(৪৫) আলমডাঙ্গা বাবুপাড়াসহ বিভিন্ন জায়গায় ৩/৪ টা বিয়ে করেছে। কয়েক বছর আগে আলমডাঙ্গা বাবুপাড়া রাধিকাগঞ্জে বিয়ে করে। বিয়ে কিছুদিন পর তাদের মধ্যে তালাক হয়ে যায়। তালাকের পর আফতাবের নামে আদালতে যৌতুক মামলা করে।

ওই মামলায় আদালত আফতাবের ১ বছরের সাজা পরোয়ানা জারি করে। এছাড়াও আফতাবের নামে অন্য ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা হয়। সাজা পরোয়ানাসহ ৫টি গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিল।

১ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আফতাবকে গ্রেফতার করে।২ আগস্ট আফতাবকে সংশ্লিষ্ঠ মামলায় জেল হাজতে প্রেরন করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram