গাংনীর কাথুলী ইউনিয়নে কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়নে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাথুলী ইউনিয়নের রিকসা ও ভ্যান চালক, চায়ের দোকানী সহ ৩ শ’জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ত্রান বিতরণ করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো: মিজানুর রহমান রানা’র সভাপতিত্বে ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সুবিধাভুগীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো: মিজানুর রহমান রানা বলেন,নগদ অর্থ ৫শ’ টাকা,১০ কেজি চাউল,১কেজি ডাউল,১কেজি লবন,১কেজি চিনি,১ প্যাকেট সেমাই, ১ টি সাবান,২ কেজি আলু, তেল ২ লিটার ও ১ প্যাকেট মাস্ক বিতরণ করা হয়েছে।