আলমডাঙ্গায় ওসমানপুর প্রাগপুর ক্যাম্প পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক

আলমডাঙ্গা ওসমানপুর প্রাগপুর ক্যাম্প পুলিশ জুয়াবিরোধী অভিযান চালিয়ে বৈদ্যনাথপুর গ্রাম থেকে ৫ জুয়ারিকে আটক করেছে। ৪ জুলাই গভীর রাতে বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে।
জানাগেছে, উপজেলার শেখপাড়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে জাহাঙ্গীর ইসলাম(৩২), মৃত আক্কেল আলীর ছেলে মাহাবুল ইসলাম(৩০), বৈদ্যনাথপুর গ্রামের চান আলীর ছেলে রতন আলী(৩০), মানিক আলীর ছেলে শাহাবুল ইসলাম(২৬) ও বড়যোয়ালিয়া গ্রামের আরমান আলীর ছেলে আরিফুল ইসলাম(২০) সহ বেশ কয়েকজন মিলে প্রায়ই বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জুয়ার আসর বসাই।
৪ জুলাই গভীর রাতে ওসমানপুর ক্যাম্প পুলিশের আইসি এসআই হাসনাইন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জমসহ ৫জনকে আটক করে। আটকের পর তাদেরকে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন। ৫ জন দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়।