গাংনীতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৫, ২০২১
135
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
গাংনী প্রতিনিধিঃসরকার ঘোষিত সাত দিনের লকডাউনে মেহেরপুরের গাংনী পৌর সভার উদ্যোগে দাস সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে দাস সম্প্রদায়ের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
সরকার ঘোষিত এই লকডাউনে দাস সম্প্রদায়ের অনেক পরিবারই কর্মহীন হয়ে পড়ায় এই ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা, ১০ কেজি চাল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পৌর মেয়র আহমেদ আলীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খাঁন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল সহ পৌরসভার কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।