ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু!
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৩, ২০২১
133
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বৃষ্টিসহ বজ্রপাতের সময় পৃথক স্থানে সদর উপজেলার হলিধানী গ্রামের লালু মিয়ার ছেলে আল আমিন হোসেন (৩০) ও পৌর এলাকার আরাপপুর গাবতলা পাড়ার আঃ হামিদের ছেলে শাকিব (২৮) এর মৃত্যু হয়।
জানাগেছে, বিকাল ৪ টার দিকে গাবতলা মাঠে যাওয়ার সময় বজ্রপাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয় শাকিব। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে, অন্যদিকে দুপুরে আলিমিন গরুর জন্য বাড়ির সামনের জমিতে থেকে ঘাষ কাটতে যাই।
অসাবধবশত সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাই। তার অকাল মৃত্যুতে পরিবার ও নিকটজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।