যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
মুন্সিগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় যুবলীগের সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে মোমিনপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বাদ মাগরিব রোমেলা খাতুন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির। মেডিকেল অফিসার ডা.মাসুম, ব্যাংকার রুহুল মিঠুন, উক্ত মাদ্রাসার পরিচালক ও কৃষক লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাজু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মাখলুকাতুর রহমান সাজু, খাদিমপুর ইউনিয়ন পরিষদের সচিব মুছাব আলী, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক রানা আহমেদ, চিত্র পরিচালক অজয় কুমার পাল, আজম, চান্দু, শাকিল, রিপন, বিশ্ব, নাফিস,মোবিন এছাড়া বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।